সিরাজগঞ্জ পৌর এলাকার নিউ ঢাকা রোডে পাথর বোঝাই ট্রাক চাপায় সজিব (২২) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় আরেক জন গুরুতর আহত হয়েছেন। রোববার (১৩ ফেব্রুয়ারী) দুপুর ১ টার দিকে শহরের নিউ ঢাকা রোডের মালশাপাড়া কবরস্থানের সামনে এঘটনা ঘটে। নিহত সজিব পৌর মিরপুর মহল্লার রেজা শেখের ছেলে ও একই মহল্লার জহুরুলের ছেলে সুবেল গুরুতর আহত হয়েছেন।
স্থানীয়রা জানান, রোববার সকাল থেকে রাস্তার ড্রেনের কাজ চলছিল। সড়কের এক লেন বন্ধ থাকায় অপর লেনেই যানবাহন চলচিল। কাটা ওয়াবদ থেকে পাথর বোঝাই একটি ট্রাক মালশাপাড়া কবরস্থানের সামনে আসলে শহর থেকে আসা একটি মোটরসাইকেলর সাথে ধাক্কা লাগে। এসময় মোটরসাইকেলে থাকা দুইজনই চিটকে পড়ে গুরুতর আহত হয়। আহত অবস্থায় স্থানীয়রা দুইজনকে উদ্ধার করে করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠায়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রোকন উদ্দিন জানান, হাসপাতালের আসার আগেই ওই যুবকের মৃত্যু হয়। তার মাথা থেকে প্রচুর রক্ত ক্ষরণ হয়েছে। আহত আরেক জনের অবস্থা আশংকাজনক। তাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।
সিরাজগঞ্জ সদর থানার ওসি তদন্ত সাজ্জাদ হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
Posted ৪:০০ অপরাহ্ণ | রবিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২২
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD