সিরাজগঞ্জের তাড়াশে দেশী মদের আস্থানা গুড়িয়ে দিয়েছে গুরপিপুল শেখ রাসেল ছাত্র সংগঠনের সদস্যরা। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত দেশীগ্রাম ইউনিয়নের গুরপিপুল গ্রামে মাদক মুক্ত করতে গুরপিপুল শেখ রাসেল ছাত্র সংগঠনের সদস্যরা গোপন তথ্যর ভিত্তিতে নিজ উদ্দ্যেগে গুরপিপুল ধোলাপাড়া, গোসাই পাড়া, বেলপাড়া সহ প্রায় ১৫ থেকে ২০ টি দেশীয় মদ তৈরির আস্থানায় হানাদেয়।
এ সময় বসত বাড়ি সহ বিভিন্ন জায়গায় লুকিয়ে রাখা দেশীয় মদ ও মদ তৈরির বিভিন্ন সরজামাদি জব্দ করে গুরপিপুল বাজারে প্রকাশে তা ধ্বংস করে। তারা ধারনা করেন ধ্বংস করা দেশীয় মদের মুল্য প্রায় ২ লক্ষাধিক টাকা।
এ সময় উপস্থিত ছিলেন গুরপিপুল শেখ রাসেল ছাত্র সংসদের সভাপতি মো.আইয়ুব হোসাইন, সহ সভাপতি নয়ন সরকার, সাধারণ সম্পাদক গৌরাঙ্গ বসাক, লিটন উরাঁও, পুলক কুমার সহ প্রায় অর্ধ শতাধিক যুবক ও ছাত্র সংগঠনের সদস্যরা।
Posted ১২:১৩ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০২২
Alokito Bogura। আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD