সিরাজগঞ্জের সলঙ্গায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ মো. মাহফুজুল হক লিটন (৪৭)কে আটক করেছে র্যাপিট এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১২ সদস্যরা।
শনিবার (২৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এক প্রেসবিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছেন স্পেশাল কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মিঃ জন রানা।
প্রেসবিজ্ঞপ্তিতে জানান, গোপন সাংবাদের ভিত্তিতে র্যাব-১২’র স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সলঙ্গার হোড়গাঁতী গ্রামে অভিযান চালিয়ে মাহফুজুল হক লিটনকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১টি লোহার তৈরী দেশীয় রামদা, ১টি ছোরা, ১টি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী বিভিন্ন অপরাধ মূলক কাজ করার জন্য তার বাড়ীর ঘরের ভিতর দেশীয় অস্ত্র রাখিয়াছে বলে স্বীকার করে। আটককৃত আসামীর বিরুদ্ধে সলঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে।
Posted ৩:৫৯ অপরাহ্ণ | শনিবার, ২৫ ডিসেম্বর ২০২১
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD