সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাক-লেগুনা মুখোমুখী সংঘষে লেগুনার ৫ যাত্রী নিহত হয়েছে। এ দুঘটনায় ৫ জন আহত হয়েছে।বৃহস্পতিবার (২৬ মে) ভোর রাতে ঢাকা-রাজশাহী মহাসড়কের জেলার সলঙ্গা থানার রামারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো, নাটোর জেলার ছোটপাকা গ্রামের আব্দুল মজিদের ছেলে মকুল হোসেন (৩৫), আবুল হোসেনের ছেলে মনির হোসেন (৩২), বাসাবাড়িয়া গ্রামের জমির উদ্দিনের ছেলে মকবুল হোসেন (৩৫) ও জুমাইগর গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে হায়দার আলী (৪০), আব্দুল হালিম (৪৫)।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান বলেন, ভোর রাতে সিরাজগঞ্জ রোড এলাকা থেকে একটি লেগুনা নাটোরের দিকে যাচ্ছিল। লেগুনাটি সলঙ্গার রামারচর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পাথরবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ বাধে। এতে ঘটনাস্থলেই চার জনের মৃত্যু হয়। পরে হাসপাতালে একজন চিকিৎসাধীন অবস্থায় আব্দুল হালিম নামের একজন মারা যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ট্রাক ও লেগুনা থানা আনার হয়েছে। মরদেহগুলো সিরাজগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
Posted ১১:৩৬ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৬ মে ২০২২
Alokito Bogura। আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD