সিরাজগঞ্জ শহরের চৌরাস্তা মোড়ে জোরপূর্বক জায়গা দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পৌর কর্তৃপক্ষ কাজ বন্ধের নোটিশ দিলেও মানছে না আতিউল হক রেজা (প্রিন্স) গংরা।
অভিযোগ সুত্রে জানা যায়, আতিউল হক রেজা (প্রিন্স) গংরা নতুন বিল্ডিং এর নির্মাণ কাজ করছে। ওই বিল্ডিং এর দক্ষিণ ও পশ্চিম পার্শ্বে রফিকুল ইসলাম খান, বাহাউদ্দিন খান ও মো. আব্দুস ছাত্তারের ১০ ইঞ্চি জায়গা জোরপূর্বক পেছিয়ে বিল্ডিং নির্মাণ করছে। স্থানীয় মাতব্বরদের বারবার নিষেধ করা হলেও প্রিন্স গংরা মানছে না। এর পরে রফিকুল ইসলাম গংরা পৌরসভা বরাবর অভিযোগ দায়ের করেন।
পরে পৌর কর্তৃপক্ষ ১৯-০৫-২০২২ইং তারিখে উভয় পক্ষকে মাপ জরিপ করে নিতে বলেন এবং মাপ জরিপ না হওয়া পর্যন্ত কাজ বন্ধ রাখতে বলা হয়। কিন্তু পৌর কর্তৃপক্ষের আদেশ অমান্য করে কাজ চালিয়ে যাচ্ছে। অভিযোগকারী রফিকুল ইসলাম গংরা এর সুষ্ঠু বিচার দাবি করছেন।
এ বিষয়ে রফিকুল ইসলামখান অভিযোগ করে বলেন, আতিউল হক রেজা (প্রিন্স) গংদের বার বার নিষেধ করা হলে তারা মানছে না। জোরপূর্বক বিল্ডিং নির্মাণ করছে। সিরাজগঞ্জ পৌরসভা থেকে বারবার বলা হলেও তোয়াক্কা করছে না।
গায়ের জোরে তারা আমাদের জায়গা দখল করছে।
অভিযুক্ত আতিউল হক রেজা (প্রিন্স) বলেন, বিষয়টি সবাই অবগত রয়েছে। পৌর মেয়র আগামী রবিবার উভয় পক্ষের সাথে কথা বলবে। তিনি আরো বলেন, আমার বিরুদ্ধে শত্রুতা করে বিভিন্ন মহলে তারা অভিযোগ দিয়েছে।
সিরাজগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী আব্দুস ছালাম বলেন, জোর পুর্বক জায়গা দখলের একটি অভিযোগ পেয়েছি। অভিযোগের ভিত্তিতে পৌর কর্তৃপক্ষ বিভিন্ন দপ্তরে অনুলিপি পাঠানো হয়েছে এবং প্রিন্স গংদের নিষেধ করা হলেও তারা মানছে না।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) নজরুল ইসলাম জানান, জমি সংক্রান্ত বিষয় নিয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত পুর্বক ব্যবস্থা নেওয়া হবে।
Posted ৮:৪৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৬ মে ২০২২
Alokito Bogura || আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD