সিরাজগঞ্জের শাহজাদপুরে অভিযান চালিয়ে এক লক্ষ তিন হাজার জাল টাকাসহ মো. উজ্জল হোসেন(৩৬) নামের এক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিট এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১২ সদস্যরা। আটককৃত উজ্জল হোসেন শাহজাদপুরের দারিয়াপুর গ্রামের মৃত হায়দার আলীর ছেলে।
মঙ্গলবার (২ মে) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছেন র্যাব-১২’র লেফটেন্যান্ট কমান্ডার মো. আবুল হাসেম সবুজ।
প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকালে শাহজাদপুর পৌরসভার ৩ নং ওয়ার্ডের আব্দুর রহমানের বাড়ীর পাশের গলিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় এক লক্ষ তিন হাজার জাল টাকা উদ্ধার করা হয়। এছাড়াও তার নিকট হতে জাল টাকা ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ২ টি মোবাইল ফোন জব্দ করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় জাল টাকা ব্যবসায়ী মো. উজ্জল হোসেন দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে জেলার বিভিন্ন এলাকায় জাল টাকা ক্রয়-বিক্রয় করে আসছিল। আটককৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করে শাহজাদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
Posted ১০:২৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ০২ মে ২০২৩
Alokito Bogura। আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD