নাশকতার পরিকল্পনার সন্দেহে সিরাজগঞ্জে মেসে অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ১৫ নেতাকর্মীকে আটক করেছে গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের সদস্যরা। এসময় ১০টি ককটেল, ৫টি মোটরসাইকেল ও ১০টি মোবাইল জব্দ করা হয়েছে।
সোমবার (৪ এপ্রিল) সকালে সিরাজগঞ্জ ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
ডিবি পুলিশের উপ-পরিদর্শক খোকন চন্দ্র সরকার জানান, নাশকতার পরিকল্পনায় রাতে জামায়াত-শিবিরের বেশ কয়েকজন নেতাকর্মীরা গোপন বৈঠক করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে সদর উপজেলার কাজিপুর মোড়ে জামায়াত-শিবির নিয়ন্ত্রিত একটি মেসে অভিযান চালানো হয়। এসময় ১০টি ককটেল, ৫টি মোটরসাইকেল ও ১০টি মোবাইল জব্দ করা হয়। আটককৃততের ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ চলছে।
নাশকতা ও বিস্ফোরক আইনের ধারায় মামলায় অভিযুক্ত করে তাদেরকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করার প্রক্রিয়া চলছে বলেও জানান এই ডিবি কর্মকর্তা।
Posted ৮:১৪ অপরাহ্ণ | সোমবার, ০৪ এপ্রিল ২০২২
Alokito Bogura || আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD