হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি: “বঙ্গবন্ধুর দর্শন,সমবায়ে উন্নয়ণ” এবারের এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫১তম জাতীয় সমবায় দিবস ২০২২ উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকালে সমবায় বিভাগ সিরাজগঞ্জ ও সদর উপজেলা সমবায়িবৃন্দের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে সিরাজগঞ্জ কামারখন্দ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার হাবিবে মিল্লাত মুন্না এর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালী শহর প্রদক্ষিণ করে শহীদ এম মুনসুর আলী অডিটোরিয়ামে এসে শেষ হয়।
র্যালী শেষে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক গণপতি রায় এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ কামারখন্দ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার হাবিবে মিল্লাত মুন্না।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সামিউল আলম,পৌর আওয়ামীলীগের সভাপতি হেলাল উদ্দিন, আওয়ামীলীগ নেতা আনোয়ার হোসেন ফারুক, প্রেসক্লাবের সভাপতি হেলাল আহমেদ প্রমূখ।
রেজওয়ানা ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠান শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জেলা সমবায় কর্মকর্তা মোঃ সামিউল ইসলাম। এসময় সদর উপজেলা সমবায় কর্মকর্তা আমাত উল ইলা, উন্নয়ণ বহুমূখী সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক সাবিনা ইয়াসমিন, মৎসজীবী সমবায় সমিতির নেতা মাইনুল ইসলাম, সুরুজ্জামান ও খোকন ব্যাপাড়িসহ অন্যান্য সমবায়ি নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
Posted ৬:১৩ অপরাহ্ণ | শনিবার, ০৫ নভেম্বর ২০২২
Alokito Bogura। আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD