অলোচনা সভা, বর্ণাঢ্য র্যালীসহ নানা আয়োজনে সিরাজগঞ্জে আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠা বাষির্কী পালন করা হয়।
দিবসটি উপলক্ষে শনিবার(১১নভেম্বর) সকালে সিরাজগঞ্জ আওয়ামীলীগ অফিসের সামনে থেকে জেলা যুবলীগের আয়োজনে এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এসময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কেএম হোসেন আলী হাসান, সদর আসনের সংসদ সদস্য ডাঃ হাবিবে মিল্লাত, বীর মুক্তিযোদ্ধা বিমল কুমার দাস, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ড. জান্নাত আরা হেনরী, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান রিয়াজ উদ্দিন, পৌর আওয়ামীলীগের সভাপতি হেলাল উদ্দিন, জেলা যুবলীগের আহবায়ক রাশেদ ইউসূফ জুয়েল ও যুগ্ম আহবায়ক সনজয় সাহা প্রমূখ।
এসময় বক্তরা বলেন, বাংলাদেশের প্রথম যুব সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগ। ১৯৭২ সালের ১১ নভেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক কনভেনশনের মাধ্যমে যুবলীগ প্রতিষ্ঠা করেন শেখ ফজলুল হক মনি। সামনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। কঠিন সময়। বিএনপি-জামায়াত নির্বাচনে না আসার ঘোষণা দিয়ে রাজপথে কথিত আন্দোলনের নামে জ্বালাও পোড়াও করছে। পুলিশ সহ সাধারন মানুষকে নির্মম ভাবে হত্যা করছে। এই সময়ে যুবলীগেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নির্বাচন যথা সময়ে হবে জানিয়ে বক্তারা এই সময়ে যুবলীগেরও প্রতিটি নেতাকর্মিকে সতর্ক থেকে বিএনপি-জামায়াতের অপরাজনীতি রুখে দিতে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।
Posted ৭:৩৯ অপরাহ্ণ | শনিবার, ১১ নভেম্বর ২০২৩
Alokito Bogura || Online Newspaper | Sazu Mia