পাবনার বেড়ায় সিমেন্টবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশেই বসবাসরাত একটি ঘরের উপর ছিটকে পড়ে যায়। সিমেন্টবাহী ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই শাহা বাবু (৩৮) ও তার শিশু কন্যা বৃষ্টি খাতুন (১২) নামের দুইজন নিহত হয়।
এলাকাবাসী জানায়, শুক্রবার (৫ ফেব্রুয়ারী) রাত ৯টায় ঢাকা বগুড়া-নগরবাড়ি মহাসড়কের সাথিয়া থানাধীন সরিষা ভিটাপাড়া নামক স্থানে সিমেন্টবাহী একটি ট্রাক (মেট্রো-ট১৮-৪৫৩২) নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে বসবাসরত দিনমজুর শাহা বাবুর ঘরের উপর ছিটকে পরে। তখণ ঘরের ভেতরে শাহা বাবু খাবার খাচ্ছিলো এবং তার তিন সন্তান বিছানায় শুয়ে ছিল। শাহা বাবুর স্ত্রীর আর্তচিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে শাহা বাবুর ২ সন্তানকে ট্রাকে চাপা পড়া বিদ্ধস্ত ঘর থেকে আহত অবস্থায় উদ্ধার করে। তবে শাহা বাবু ও তার মেয়ে বৃষ্টির হদিস পাওয়া যায়না।
পরে বেড়া ও শাহজাদপুর ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ট্রাকের নিচ থেকে শাহা বাবু ও তার মেয়ে বৃষ্টির লাশ উদ্ধার করে।
Posted ১১:০৯ অপরাহ্ণ | শনিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২১
Alokito Bogura | MTI SHOPON MAHMUD