পৌরবাসীকে উন্নত মানের সেবা দেওয়ার জন্য মেয়রকে পূর্ণ সহযোগিতা করা হবে বলে আশ্বাস দিয়েছেন, সারিয়াকান্দি-সোনাতলা এলাকার সাংসদ সাহাদারা মান্নান। তিনি মঙ্গলবার দুপুরে সারিয়াকান্দি পৌরসভায় নবনির্বাচিত মেয়র মতিউর রহমান এর দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আরো বলেছেন, পৌরসভার নাগরিকদের উন্নত সেবার জন্য পূর্বেকার মেয়ররা প্রয়াত এমপি মান্নানের কাছ থেকে সহযোগিতা চাননি বলে সেবা থেকে বঞ্চিত রয়েছেন। অতীতের মেয়ররা ভোট নিয়ে নিজের ভাগ্যের উন্নয়ন করলেও পৌরবাসী ছিল সেবা থেকে বঞ্চিত। কিন্তু প্রয়াত এমপি আব্দুল মান্নানের ইচ্ছা ছিল এ পৌরসভা হবে উন্নয়নের রোলমডেল হিসাবে গড়ে তোলা, কিন্তু তা হয়নি। আগামীতে এ পৌরসভাকে উন্নত পৌরসভা গঠন করে সকল ধরনের উন্নয়ন কর্মকান্ডে সহযোগিতা করে প্রয়াত এমপির স্বপ্নের পৌরসভা গঠন করা হবে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বগুড়া জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল মালেক, সারিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মুনজিল আলী সরকার, ইউএনও রাসেল মিয়া, কৃষি অফিসার আব্দুল হালিম, পিআইও সারওয়ার আলম, ওসি মিজানুর রহমান, ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী তরফদার, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনুর বেগম সহ স্থানীয় কর্মরত বিভিন্ন পৌর এলাকা ও ইউনিয়ন আওয়ামীলীগ এবং সহযোগি সংগঠনের নেতাকর্মী, সাংবাদিকরা।
অনুষ্ঠানে দায়িত্ব গ্রহণের পর মেয়র মতিউর রহমান প্রয়াত এমপি ’র কবর জিয়ারত এবং উপজেলা পরিষদের স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরুলে পুষ্পমাল্য অর্পন করেন।
Posted ৫:৩৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৯ ফেব্রুয়ারি ২০২১
Alokito Bogura। আলোকিত বগুড়া | MTI SHOPON MAHMUD