সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধিঃ সারিয়াকান্দির কুতুবপুর ইউনিয়ন পরিষদ ভবন চত্বরে জনসচেতনতা মূলক মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। সারিয়াকান্দি থানা পুলিশে আয়োজনে গতকাল (বুধবার) দুপুরে অনুষ্ঠিত ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, সারিয়াকান্দি অফিসার ইনর্চাজ (ওসি) মোঃ মিজানুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া সদর সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ।
এ ছাড়াও এসআই নজরুল ইসলাম, এসআই সুফিয়া বেগম, এ এসআই সুমন আলী এ ছাড়াও চন্দনবাইশা তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্য, কুতুবপুর এলাকার আওয়ামীলীগের নেতৃবৃন্দ সুধী বৃন্দ ও বিপুল সংখ্যক মহিলা ওই সভায় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সহযোগিতা করেছেন ইউএনএফপিএ। এর পরে কুতুবপুর এলাকায় বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়। সভা শেষে উপস্থিত সুধী ও মহিলাদের মধ্য পুলিশের পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয়েছে।
Posted ৬:০৩ অপরাহ্ণ | বুধবার, ৩১ মার্চ ২০২১
Alokito Bogura। সত্য প্রকাশই আমাদের অঙ্গীকার | MTI SHOPON MAHMUD