বগুড়া সারিয়াকান্দি দুর্গম চরাঞ্চলের নদী ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন বগুড়া জেলা প্রশাসক সাইফুল ইসলাম।
আজ মঙ্গলবার দুপুরে বগুড়া সারিয়াকান্দি চালুয়াবাড়ী ইউনিয়নের সুজালির পাড়া, মানিকদাইড় এবং কাজলা ইউনিয়নের চরঘাগুয়া ভাঙন কবলিত এলাকা তিনি পরিদর্শন করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের বগুড়া জেলা নির্বাহী প্রকৌশলী নাজমুল হক, সারিয়াকান্দি ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার বসাক, উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম মন্টু, মেয়র মতিউর রহমান মতি, উপ সহকারী প্রকৌশলী হুমায়ুন কবির, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনূর বেগম, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুস সালাম, চালুয়াবাড়ী ইউপির চেয়ারম্যান তাজুল ইসলাম বাদশা, কাজলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান আলী প্রমুখ।
পরিদর্শন শেষে কালিতলা টি-বাঁধে রাস্তার পাশে একটি আমলকী গাছের চারা রোপন করেন।
Posted ৭:৪২ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৪ জুলাই ২০২৩
Alokito Bogura || আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD