সারিয়াকান্দি উপজেলা পরিষদ উপ-নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিতবগুড়ার সারিয়াকান্দি উপজেলা পরিষদ উপ-নির্বাচন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২নভেম্বর সারিয়াকান্দি উপজেলা পরিষদের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। উপ-নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের প্রার্থী বাছাই সম্পন্ন করতে ডাকা হয়েছে বিশেষ বর্ধিত সভা। গতকাল ২অক্টোবর রোজ শনিবার সকাল ১০ ঘটিকার সময়, সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পৌর মেয়র মোঃ মতিউর রহমান মতি’র আহবানে , উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বিশেষ বর্ধিত সভাটি অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি, বগুড়া-১ আসনের জাতীয় সংসদ সদস্য সাহাদারা মান্নান। উক্ত বিশেষ বর্ধিত সভায় বক্তব্য রেখেছেন, আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেক দুলু, সহ-সভাপতি এ্যাডভোকেট মন্তেজার রহমান মন্টু, সহ-সভাপতি অধ্যক্ষ ছাদত হোসেন, সহ-সভাপতি রেজাউল করিম মন্টু,সহ-সভাপতি সুরুত জামান,সহ-সভাপতি মমতাজুর রহমান মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মতিউর রহমান মতি, সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রশিদ ফারাজী,পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম পটল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ জাহিদুল ইসলাম রাজু, প্রয়াত উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মুনজিল আলী সরকারের ছোট ছেলে রাকিব হাসান জয় সহ আরো অনেকেই। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ হিমু। এসময় উপজেলা, ইউনিয়ন, পৌর আওয়ামী লগ সহ প্রতিটি ওয়ার্ডের সভাপতি। সাধারণ সম্পাদক গণ উপস্থিত ছিলেন।
Posted ১০:২১ অপরাহ্ণ | শনিবার, ০২ অক্টোবর ২০২১
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD