বগুড়ার সারিয়াকান্দি পৌরসভায় ১৬ই জানুয়ারী সাধারণ নির্বাচনে ইলেকট্রিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ ভোট নিয়ে সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক কৌতুহল সৃষ্টি হয়েছে। এরই মধ্যে পৌর এলাকায় গুজব ছড়িয়েছে যে ইভিএম এ ভোট হচ্ছে না। ব্যালেট পেপারে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ গুজবের ডাল-পালাও গজিয়েছে সাধারণ ভোটারদের মধ্যে।
সকল জল্পনা-কল্পনা ও গুজবের অবসান ঘটিয়ে ইভিএম মেশিনে ভোট গ্রহণের জন্য পৌর এলাকার ৩দিন ব্যাপি ভোটারদের মধ্য ইভিএম ভোট প্রর্দশনী অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার বিকালে প্রথম দিন ইভিএম এ ভোট গ্রহণ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। পাবলিক লাইব্রেরী মাঠে অনুষ্ঠিত ৬নং ওয়ার্ডের কয়েক শত নারী-পুরুষ লম্বা লাইনে দাড়িয়ে এ প্রদর্শনীতে অংশ নেন।
সারিয়াকান্দি উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে ইভিএম প্রদর্শনী পরিদর্শন করেন- সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাসেল মিয়া। এ সময় উপস্থিত ছিলেন, সারিয়াকান্দি উপজেলা নির্বাচন ও সহকারী রিটার্নিং অফিসার সাখাওয়াত হোসেন, উপজেলা উপ-সহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য) অফিসার সুলতান মাহমুদ ও অন্যান্য কর্মকর্তারা।
নির্বাচন অফিসার সাখাওয়াত হোসেন বলেন, আপনারা গুজবে কান দিবেন না। এ পৌরসভায় ইভিএম এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আনন্দ মুখোর পরিবেশে এ ভোট গ্রহণ প্রদর্শনীতে সাধারণ ভোটারসহ এলাকার বিভিন্ন স্তরের লোকজন এসময় উপস্থিত ছিলেন।
Posted ৬:৫৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৭ জানুয়ারি ২০২১
Alokito Bogura। সত্য প্রকাশই আমাদের অঙ্গীকার | MTI SHOPON MAHMUD