সারিয়াকান্দি কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড (ইউসিসিএলি) ব্যবস্থাপনাকমিটির নির্বাচন অনুষ্ঠান করার জন্য তফশীল ঘোষনা করা হয়েছে। এজন্য শেষ দিন বুধবার সভাপতি পদে ০২জন মনোয়ন পত্র দাখিল করেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওই সমিতির এ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৪শে ফেব্রুয়ারী। এজন্য আজ বুধবার দুজন মনোনয়ন পত্র দাখিল করেছেন। তারা হলেন, রবিউল হাসান বাবু ও শাহাদত জামান। প্রত্যাহারের তারিখ রয়েছে ১৪ই ফেব্রুয়ারী। উপজেলার মোট ৪৬টি সমিতির ৪৬জন প্রতিনিধি এ পদে ভোট প্রয়োগ করবেন।
উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ কাবিল উদ্দিন জানান, নির্বাচন অনুষ্ঠান করার জন্য সকল প্রস্তুতি আমরা গ্রহণ করেছি।
Posted ১:৪২ অপরাহ্ণ | বুধবার, ২৭ জানুয়ারি ২০২১
Alokito Bogura। আলোকিত বগুড়া | MTI SHOPON MAHMUD