সোমবার ৫ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

সারিয়াকান্দির ৫টি কেন্দ্রে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন ৩ হাজার ৩৩০ জন শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক, আলোকিত বগুড়া   রবিবার, ৩০ এপ্রিল ২০২৩
24 বার পঠিত
সারিয়াকান্দির ৫টি কেন্দ্রে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন ৩ হাজার ৩৩০ জন শিক্ষার্থী

শুরু হয়েছে দেশব্যাপী এসএসসি ও সমমানের পরীক্ষা। সারা দেশের ন্যায় বগুড়ার সারিয়াকান্দি উপজেলার ৫টি কেন্দ্রে সর্বমোট পরিক্ষার্থীর সংখ্যা নিয়মিত ও অনিয়মিত মিলে ৩ হাজার ৩৩০ জন। এর মধ্যে সর্বমোট ২৬৭৩ জন পরিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে। অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ৪১ জন।

রবিবার (৩০ এপ্রিল) সকাল ১০টা থেকে একযোগে পরীক্ষা শুরু হয়েছে। চলবে দুপুর ১টা পর্যন্ত। উপজেলা মাধ্যমিক অফিস সূত্রে জানা যায়, সারিয়াকান্দি উপজেলায় এবার ৫টি কেন্দ্রে মোট ৩ হাজার ৩৩০ জন পরীক্ষার্থী অংশ নিয়েছেন। ৫টি কেন্দ্রের মধ্যে সারিয়াকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে ১১৩৫ জন, সারিয়াকান্দি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে ৭১৮ জন, সারিয়াকান্দি সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসায় ২১১ জন এবং ফুলবাড়ী গমির উদ্দিন বহুমুখী স্কুল অ্যান্ড কলেজ জেনারেল কেন্দ্রে ৫০৫ জন ও ভোকেশনাল পরীক্ষাকেন্দ্রে ১০৪ জন পরিক্ষার্থী এস এস সি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন।


উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সারোয়ার ইউসুফ জামান বলেন, কোনরূপ বহিষ্কার ছাড়াই প্রথম দিনের পরীক্ষা সারিয়াকান্দি উপজেলায় শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তা সম্পর্কে জানতে চাইলে বলেন, সারিয়াকান্দি ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার বসাক বলেন, পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য আমরা তৎপর রয়েছি। পরীক্ষাকেন্দ্রে কোনোরূপ অনিয়ম গ্রহণযোগ্য না। এছাড়া কেন্দ্রের বাইরে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত রয়েছেন বলে জানান এ কর্মকর্তা।


Facebook Comments Box


Posted ১০:৪০ অপরাহ্ণ | রবিবার, ৩০ এপ্রিল ২০২৩

Alokito Bogura। আলোকিত বগুড়া |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

প্রতিষ্ঠাতা ও প্রকাশক:

এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা সম্পাদক: এম.এ রাশেদ

অস্থায়ী অফিস:

তালুকদার শপিং সেন্টার (৩য় তলা),

নবাববাড়ি রোড, বগুড়া-৫৮০০।

বার্তাকক্ষ যোগাযোগ:

মুঠোফোন: ০১৭৫০ ৯১১৮৪৫

ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!