বগুড়ার সারিয়াকান্দিতে সদ্য শেষ হওয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ১১ইউনিয়নের সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বিকাল ৩টায় উপজেলা পরিষদের হল রুমে এ শপথ অনুষ্ঠিত হয়।
শপথ বাক্য পাঠ করান, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রেজাউল করিম। ১১ইউনিয়ন থেকে মোট ৯৮ জন সদস্য ও ৩২ জন সংরক্ষিত মহিলা সদস্য অনুষ্ঠানে অংশ নেন।
উল্লেখ্য; গত ৩১শে জানুয়ারী এ উপজেলার ১২ ইউনিয়নের মধ্যে সীমানা নিয়ে আইনী জটিলতায় চালুয়ারবাড়ী ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়নি।
এ ছাড়াও ৩১শে জানুয়ারী ওই নির্বাচনে ফুলবাড়ী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ছাগলধরা কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হলেও গণনার সময় ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর গোলযোগের কারনে ফলাফল প্রকাশ করা সম্ভব হয়নি। যার কারনে এ কেন্দ্রের এক জন সদস্য ও একজন সংরক্ষিত মহিলা সদস্য শপথ অনুষ্ঠানে অংশ নিতে পারেননি।
Posted ৯:২৫ অপরাহ্ণ | সোমবার, ১৪ মার্চ ২০২২
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD