বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘন্টায় যমুনায় পানির উচ্চতা বেড়েছে প্রায় ৫ ফুট। উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢল অস্বাভাবিক পানি বৃদ্ধির মূল কারন। নদিতে পানি বৃদ্ধি পেলেও বিপদ সীমার এখনও প্রায় সাড়ে তিন মিটার নিচে রয়েছে। তবে এতে আবারো পূর্বের আবস্থায় সরব হয়ে উঠেছে কালিতলা নৌ-ঘাট।
স্থানীয়রা ও পানি উন্নয়ন বোর্ড জানিয়েছেন, চলতি মাসের প্রথম সপ্তাহ থেকে যমুনা অববাহিকায় পানি বৃদ্ধি পেতে শুরু করেছে। উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলের পানিতে যমুনা নদীতে বর্তমানে অস্বাভাবিক হারে পানি বৃদ্ধি পেতে শুরু করেছে।
গত ২৪ ঘন্টায় সারিয়াকান্দির মথুরাপাড়া পয়েন্টে পানির উচ্চতা বেড়েছে ১.৭৮ সে:মি: অর্থাৎ প্রায় ৫ ফুট। পানি বৃদ্ধির কারণে নদীতে নৌ-চলাচল স্বাভাবিক হয়েছে। সকল রকমের নৌ-যান স্বাভাবিক গতিতে চলাচল করছে। চরের মানুষের এতে অনেকটাই নৌ-যোগাযোগ ক্ষেত্রে দুর্ভোগ কমেছে।
পানি উন্নয়ন বোর্ডের সারিয়াকান্দির উপ-বিভাগীয় প্রকৗশলী (এসডিই) আবদুর রহমান তাসকিয়া বলেন, উজানে ভাড়ী বৃষ্টিপাত, পাহাড়ী ঢলের কারণে যমুনায় ব্যাপক পানি বৃদ্ধি পেয়েছে। তবে যমুনা অববাহিকায় সহসায় বন্যার সম্ভাবনা নেই।
Posted ১০:১৯ অপরাহ্ণ | শনিবার, ০৯ এপ্রিল ২০২২
Alokito Bogura || আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD