বগুড়ার সারিয়াকান্দি উপজেলার ভেলাবাড়ী ইউপি নির্বাচনে বর্তমান চেয়ারম্যান মোঃ রুবেল উদ্দিনকে আবারও নৌকার মাঝি হিসেবে দেখতে চান ভেলাবাড়ী ইউনিয়ন বাসি। বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক মোঃ রুবেল উদ্দিন ২০১৬ সালে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটের ব্যাবধানে ভেলাবাড়ী ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।
মোঃ রুবেল উদ্দিন চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর দায়িত্ব গ্রহনের পর থেকে ইউনিয়নের সকল প্রকার শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, সামাজিক অবকাঠামো সহ রাস্তা ঘাট এর ব্যাপক উন্নয়ন করেছেন। তিনি খানা জরিপের মাধ্যমে ভিজিডি,ভিজিএফ, বয়স্ক ভাতা,বিধবা ভাতা,প্রতিবন্ধি ভাতা,মাতৃত্ব কালিন ভাতা সহ সরকারি সব ধরনের অনুদান পাওয়ার যোগ্য ব্যক্তিদের মাঝে তিনি সঠিক ভাবে বন্টন করেছেন। সরকারি বরাদ্দ এলজি এসপি’র কাজ করে ব্যাপক সুনাম অর্জন করেছেন।
তরুণ উদীয়মান জনপ্রিয় ইউপি চেয়ারম্যান মোঃ রুবেল উদ্দিন, দীর্ঘদিন এলাকায় অসহায় গরীব দুঃখী মানুষের পাশে দাঁড়িয়ে নিজেকে নিয়োজিত রেখেছেন। এবং সুখ দুঃখে সবার পাশে রয়েছেন তিনি। ভেলাবাড়ী ইউনিয়নের সাধারণ মানুষের কাছে তিনি একজন সৎ ও মিষ্টভাষী, দানবীর ও যোগ্য ব্যক্তি হিসেবে সকলের কাছে পরিচিতি লাভ করেছেন। পরিচ্ছন্ন ও কর্মিবান্ধব আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান মোঃ রুবেল উদ্দিন, নেতা-কর্মীদের সাথে সমন্বয় করে জনসমর্থনে সবার চেয়ে এগিয়ে রয়েছেন।
স্থানীয়দের তথ্য অনুযায়ী এবং জনজরীপে আবারও চেয়ারম্যান হিসেবে পেতে চান ভেলাবাড়ী ইউনিয়নবাসি।
জনপ্রিয় ইউপি চেয়ারম্যান মোঃ রুবেল উদ্দিনের সাথে কথা হলে তিনি আলোকিত বগুড়া’কে বলেন, ২০১৬ সালে আওয়ামী লীগ আমাকে দলীয় মনোনয়ন, নৌকা প্রতীক দিয়েছিলেন। ইউনিয়নের সম্মানিত ভোটাররা আমাকে নৌকা মার্কা বিপুল ভোট দিয়ে ভেলাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত করেছিলেন। আমি আমার সততা ও নিষ্ঠার সাথে সরকারি নির্দেশনা মেনে ইউনিয়ন বাসির নাগরিক সেবায় নিজেকে নিয়োজিত রেখেছি। আগামী ইউপি নির্বাচনেও ভেলাবাড়ী ইউপি নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পত্র আমাকেই দেবেন বলে আমি বিশ্বাস করি। আমাকে নৌকা মার্কা দিলে আমি আবারও বিপুল ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হবো ইনশাআল্লাহ।
Posted ১০:২৩ পূর্বাহ্ণ | বুধবার, ২০ অক্টোবর ২০২১
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD