বগুড়ার সারিয়াকান্দি উপজেলার ভেলাবাড়ী ইউনিয়ন পরিষদের উদ্যোগে সরকারি বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধি ভাতার ১৫২টি কার্ড বিতরণ করা হয়েছে। আজ ৮ই নভেম্বর সোমবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার ভেলাবাড়ী ইউনিয়ন পরিষদ চত্বরে সকল ভাতা ভোগিদের উপস্থিতিতে ওই সব সরকারি ভাতা কার্ড বিতরণ করা হয়। এ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা সচিব ফেরদৌস হোসেনের পরিচালনায় ভেলাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুবেল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা একাডেমি সুপারভাইজার মোঃ মিলন হোসেন,উপজেলা সমাজ সেবা অফিস কর্তৃক ভেলাবাড়ী ইউনিয়ন পরিষদের দায়িত্ব প্রাপ্ত সমাজ কর্মি মোঃ আহসান হাবিব, উপজেলা উপ-সহকারী কৃষি অফিসার সফিউল ইসলাম জিকো, ভেলাবাড়ী ইউপি সদস্য শোয়েব উদ্দিন, এনজিও কর্মি নাজমুন নাহার সহ আরো অনেকেই।
আলোচনা সভা শেষে ভেলাবাড়ী ইউনিয়ন পরিষদের ৯টি ওয়ার্ডে ১৪০টি বয়স্ক ভাতা, ৯টি বিধবা ভাতা ও ৩টি প্রতিবন্ধি ভাতা সহ মোট ১৫২ জনের হাতে উল্লেখিত সরকারি ভাতার কার্ড বিতরণ করা হয়। এ সময় ভেলাবাড়ী ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Posted ১১:৩০ অপরাহ্ণ | সোমবার, ০৮ নভেম্বর ২০২১
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD