বগুড়ার সারিয়াকান্দিতে আগামী ৩১ জানুয়ারী অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ৭নং ফুলবাড়ী ইউনিয়নের সতন্ত্র প্রার্থী তাহেরুল ইসলাম ব্যাপক গণসংযোগ শুরু করেছেন। তিনি ঘন কুয়াশা ও ঠান্ডা উপেক্ষা করে দিন-রাত পার করছেন গণসংযোগে। বিকেলে হাটফুলবাড়ী তেঁতুলতলায় ভ্যান স্ট্যান্ডে গণসংযোগ করছিলেন।
এ সময় তিনি উপস্থিত ভোটারদের উদ্দেশ্যে বলেন, গত ইউপি নির্বাচনে আমি বি.এন.পি মনোনিত প্রার্থী হয়ে ধানের শীষ মার্কা নিয়ে নির্বাচন করেছিলাম। কিন্তু এবার সেখানে থেকে সরে এসে সতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করছি। এবার আমার মোটর সাইকেল মার্কা। আশা করি আপনারা আমাকে মোটর সাইকেল মার্কায় ভোট দিয়ে এবার নির্বাচিত করবেন। নির্বাচিত হলে ইউনিয়নবাসীর অবকাঠামোগত উন্নয়নসহ সর্ব সধারণের সকল রকমের উন্নয়নে সকলের সাথে মিলেমিশে কাজ করবো।
Posted ৭:৩৮ অপরাহ্ণ | সোমবার, ১৭ জানুয়ারি ২০২২
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD