বগুড়ার সারিয়াকান্দি উপজেলার ফুলবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী রাজু আহমেদ। উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ রাজু আহমেদ আসন্ন ফুলবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী। তিনি নৌকা মার্কা নিয়ে ভোটের মাঠে লড়াই করতে ইচ্ছুক।
ইতোমধ্যে তিনি মনোনয়ন পত্র পাওয়ার জন্য দলীয় নেতৃবৃন্দের সাথে বিভিন্ন ভাবে যোগাযোগ চালিয়ে যাচ্ছেন। শুধু তাই নয়, ইউনিয়নের প্রতিটি পাড়া মহল্লায় গিয়ে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে গণসংযোগ করে ব্যস্ত সময় পার করছেন এই উদীয়মান সমাজ সেবক। তিনি সমাজিক উন্নয়নমুলক কর্মকান্ড গুলোতে অংশ গ্রহণ করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
এ বিষয়ে রাজু আহমেদ এর সাথে কথা হলে তিনি আলোকিত বগুড়া’র প্রতিনিধিকে বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। দল যদি আমাকে চেয়ারম্যান পদে নৌকা প্রতীক প্রদান করেন তাহলে বিপুল ভোটে আমাকে চেয়ারম্যান নির্বাচিত করবেন ফুলবাড়ী ইউনিয়নবাসী।
Posted ১০:০০ অপরাহ্ণ | বুধবার, ১০ নভেম্বর ২০২১
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD