সারিয়াকান্দির ফুলবাড়ী ইউনিয়ন শাখা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা মমতাজুর রহমান মন্তেজার সভাপতি ও টানা তৃতীয় বারের মত ফজলুল করিম নিপু সাধারণ সম্পাদক নিবার্চিত হয়েছেন।
সম্মেলন সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে রামচন্দ্রপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে ওই সম্মেলন অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন, সাংগঠনিক ইউনিয়নের সভাপতি মোঃ নুরুন্নবী মন্ডল।
এছাড়াও সম্মেলনের উদ্বোধন করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেক দুলু। প্রধান বক্তা ছিলেন আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও পৌর মেয়র মতিউর রহমান মতি।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইচ চেয়ারম্যান আইয়ুব আলী তরফদার, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আনছার আলী মাষ্টার, কাজী বেলাল হোসেন, মামুনুর রশীদ হিমু, দপ্তর সম্পাদক রেজাউল করিম, যুবলীগের সাধারণ সম্পাদক আশিক আহম্মেদ, সাবেক সভাপতি আব্দুস সালাম, উপজেলা কৃষক লীগের সভাপতি সাইফুল ইসলাম দুখু, শ্রমিক লীগের সভাপতি সাখাওয়াত হোসেন ছকো।
সম্মেলনে প্রধান বক্তার বক্তব্যে পৌর মেয়র মতিউর রহমান মতি বলেন, সারিয়াকান্দির আওয়ামীলীগ নিয়ে ষড়যন্ত্র চলছে। এ জন্য নেতাকর্মীদেরকে সতর্ক থাকতে হবে বলে তার বক্তব্যে উল্লেখ করেন।
আজ কামালপুর ইউনিয়ন শাখা নয়া কমিটির নেতৃবৃন্দ সোমবার বিকালে সারিয়াকান্দি পৌর এলাকায় প্রয়াত এমপি আব্দুল মান্নানের কবর জিয়ারত করেন।
উল্লেখ্য; গত শনিবার দুপুরে কামালপুর ইউনিয়ন আওয়ামীলীগের আরেকটি ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সেখানে সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হয়েছেন প্রভাষক রবিউল হাসান আপেল ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রবিউল হাসান হেলাল।
Posted ৯:০১ অপরাহ্ণ | সোমবার, ০১ মার্চ ২০২১
Alokito Bogura। সত্য প্রকাশই আমাদের অঙ্গীকার | MTI SHOPON MAHMUD