বগুড়ার সারিয়াকান্দিতে প্রেম যমুনা ঘাটের আধা কিলোমিটার দক্ষিণে গহীন জংগলে অনুমান ৩৫ থেকে ৪০ বছর বয়সী অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (১৬জুন) বেলা ১২টার দিকে উপজেলার দীঘলকান্দি গ্রামের একটি জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
থানা পুলিশ জানিয়েছে, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। ধারালো অস্ত্রের আঘাতে ৪ থেকে ৫ দিন আগে তাকে হত্যা করা হয়েছে। লাশের পড়নে শার্ট ও লুঙ্গি রয়েছে । লাশটি অর্ধগলিত হওয়ায় তার পরিচয় স্থানীয়রা কেউ নিশ্চিত করতে পারছেন না। নিহতের গলায় ও পেটে ধারালো অস্ত্রের চিহ্ন রয়েছে । এছাড়াও লাশের কাছে থেকে কিছু শুকনো গাঁজা ও গাঁজা খাওয়ার সরঞ্জামাদি পাওয়া গেছে।
দীঘলকান্দি গ্রামের স্থানীয়রা প্রথম লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। লাশ পঁচে যাওয়ার দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় কৃষকরা পাট ক্ষেতে গিয়ে লাশটি দেখতে পায়।
সারিয়াকান্দি থানা পুলিশের ওসি মিজানুর রহমান বলেন, বর্তমানে আমরা ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হবে। তদন্ত সাপেক্ষে এই হত্যাকান্ডের মুল রহস্য উদঘাটন করা হবে। হত্যা কান্ডের রহস্য উদঘাটনে থানা পুলিশ, সিআইডি,ডিবি পুলিশ ও পিবিআই কর্মকর্তা এক যোগে কাজ করে যাচ্ছেন।
Posted ৬:১৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৬ জুন ২০২২
Alokito Bogura। আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD