বগুড়ার সারিয়াকান্দিতে ছাইহাটা কে এম উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া- সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে ১৯মার্চ রোববার দুপুরে ছাইহাটা কে এম উচ্চ বিদ্যালয় খেলার মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মহির উদ্দিনের সভাপতিত্বে, ইংরেজি বিভাগের সহকারী শিক্ষিকা সোনিয়া আক্তারের উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন, ছাইহাটা কে এম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিনুর ইসলাম।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা অফিসার সারোয়ার ইউসুফ জামান। এছাড়াও অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন,
ভেলাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম শিপন, চন্দনবাইশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ দুরুল হোদা, অভিভাবক সদস্য হেলাল ও রায়হান আলী সহ আরও অনেকেই।
আলোচনা সভা শেষে শুরু হয় মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে গান ও নৃত্য পরিবেশন করেন, অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
এরপর বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি সাংসদ সাহাদারা মান্নান। এ-সময় উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, অভিভাবক, ছাত্র ছাত্রী বৃন্দ উপস্থিত ছিলেন।
Posted ১১:১৭ অপরাহ্ণ | রবিবার, ১৯ মার্চ ২০২৩
Alokito Bogura। আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD