“যেতে নাহি দিব হায়, তবু্ও যেতে দিতে হায় তবুও চলে যায়”
বগুড়ার সারিয়াকান্দিতে চন্দনবাইশা ডিগ্রি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আশরাফ-উজ-জামান এঁর অবসর জনিত-বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
আজ ২এপ্রিল (শনিবার) দুপুরে চন্দনবাইশা ডিগ্রি কলেজের আয়োজনে কলেজের হলরুমে অত্র কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ হাসান মাসুদ এঁর সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, গভর্নিং বডির সদস্য এবং ভুয়াপুর ইব্রাহিম খাঁ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ মোঃ ছাদত হোসেন,গভর্নিং বডির সদস্য আব্দুস সামাদ খান,সহকারী অধ্যাপক কামারুজ্জামান,ইউনুস আলী,মমতাজ বেগম সহ অন্যান্য সহকারী অধ্যাপক, প্রভাষক, ছাত্রছাত্রীবৃন্দ স্মৃতিচারণ মুলক বক্তব্য রাখেন।
পরে বিদায়ী সহকারী অধ্যাপক মোঃ আশরাফ-উজ-জামানকে কলেজের পক্ষ থেকে কোরআন শরিফ, জায়নামাজ, পাঞ্জাবি পায়জামার কাপড়, টুপি ও নগদ ৩০হাজার টাকা উপহার হিসেবে প্রদান করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন ইসলামের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মোঃ ইউনুছ আলী। এসময় অত্র কলেজের সকল বিভাগের সহকারী অধ্যাপক, প্রভাষক,ছাত্রছাত্রী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Posted ৮:৩৩ অপরাহ্ণ | শনিবার, ০২ এপ্রিল ২০২২
Alokito Bogura || আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD