বগুড়ার সারিয়াকান্দি উপজেলার চন্দনবাইশা ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৩১জানুয়ারি।আসন্ন চন্দনবাইশা ইউপি নির্বাচনে ২নং ওয়ার্ড সদস্য পদে মোঃ শাহাদাত হোসেন খান পুনরায় প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়ন পত্র দাখিল করেছেন।তিনি চর চন্দনবাইশা মধ্যপাড়ার মৃত আব্দুল হামিদ খান এর ছেলে।
আজ ২৯ ডিসেম্বর রোজ বুধবার বিকাল পৌনে ৪টার দিকে সারিয়াকান্দি নির্বাচন অফিসে তার প্রস্তাবকারী মোঃ আলমগীর হোসেন ও সমর্থনকারী রেজাউল করিমকে সাথে নিয়ে মনোনয়ন পত্র দাখিল করেছেন। এ-সময় আরো উপস্থিত ছিলেন,ওই ওয়ার্ডের বাসিন্দা মোঃ গোলাম রব্বানী, মোঃ মিন্টু মিয়া,আব্দুল করিম সহ আরো অনেকেই।
স্থানীয়সুত্রে জানা যায়, মোঃ শাহাদাত হোসেন খান ইতিপূর্বে টানা দু-মেয়াদে ২নং ওয়ার্ড সদস্য নির্বাচিত হয়ে অসহায় গরীব দুঃখী মানুষের মাঝে ভিজিডি, ভিজিএফ কার্ড, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মাতৃত্বকালিন ভাতাসহ সরকারি সকল অনুদান নিয়ম অনুযায়ী বিতরণ করে ব্যাপক সু-নাম অর্জন করেছেন।
এ-ব্যাপারে ২নং ওয়ার্ড সদস্য পদ প্রার্থী মোঃ শাহাদাত হোসেন খান এর সাথে কথা হলে তিনি বলেন, আমি টানা দু-মেয়াদ যাবত এই ওয়ার্ডে সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছি। এবারও আমার ওয়ার্ড বাসির অনুরোধে মনোনয়ন পত্র দাখিল করলাম। আমার বিশ্বাস আবারও বিপুল পরিমাণ ভোট দিয়ে পুনরায় তাদের সেবা করার সুযোগ দিবেন ইনশাআল্লাহ।
Posted ৮:৫০ অপরাহ্ণ | বুধবার, ২৯ ডিসেম্বর ২০২১
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD