বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কামালপুর ইউনিয়নের হতদরিদ্রদের জন্য খাদ্য বান্ধব কর্মসুচির ১৫’টাকা কেজি দরের ১৩’শ ৯২টি ফ্যামিলী কার্ড অনলাইনে সম্পন্ন করে বিতরণ করা হয়েছে।
আজ শুক্রবার বিকালে কামালপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে বিবিরপাড়া জে.ইউ দাখিল মাদ্রাসা মাঠে উক্ত কার্ড গুলো বিতরণ করা হয়।
এ উপলক্ষে ইউপি চেয়ারম্যান রাছেদুউজ্জামান রাছেলের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ রেজাউল করিম মুন্টু মন্ডল। ছাত্রলীগ নেতা মাহফুজার রহমানের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউপি সদস্য আজাহার আলী, আল মামুন, ফরিদ উদ্দিন, আলমগীর হোসেন, কাজী মুনজুরুল মনিম, আমির হোসেন ও বাদশা প্রমুখ।
এ সময় কামালপুর ইউনিয়নের সকল ওয়ার্ডের ইউপি সদস্য, সংরক্ষিত মহিলা সদস্য এবং বিভিন্ন গ্রাম থেকে আগত হতদরিদ্র পরিবারের মহিলারা উপস্থিত ছিলেন।
Posted ৯:২৬ অপরাহ্ণ | শুক্রবার, ২৫ নভেম্বর ২০২২
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD