বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কামালপুর ইউনিয়ন আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে সারা দেশের ন্যায় ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলার কড়িতলা উচ্চ বিদ্যালয় মাঠে কেন্দ্রীয় শহীদ মিনারে রাত ১২ টা ১মিনিটে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন কামালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল হাসান হেলাল, কামালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি সাংবাদিক মোঃ মাইনুল হাসান মজনু, সহ-সভাপতি শাহিন আলম লেবু, চন্দনবাইশা পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই মোঃ আমিনুর ইসলাম, কামালপুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মেহেদী হাসান বিটুল, আরিফুল ইসলাম, সারিয়াকান্দি উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক অর্জুণ কুমার, কামালপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি বজলুর রহমান বাঁধন, সহ-সভাপতি নুর নবী, ১নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি রায়হান শরীফ সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
Posted ৮:০৫ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৬ মার্চ ২০২১
Alokito Bogura। সত্য প্রকাশই আমাদের অঙ্গীকার | MTI SHOPON MAHMUD