বগুড়া সারিয়াকান্দির কর্ণিবাড়ী ইউনিয়নের আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, সাংসদ সাহাদারা মান্নান। সম্মেলনে সভাপত্বি করেন, মো: মাকসুদুর রহমান শাহ্ আলম। সম্মেলন উদ্বোধন করেন সারিয়াকান্দি উপজেলা যুবলীগের সভাপতি আইয়ুব আলী তরফদার।
বিশেষ অতিধি ছিলেন, বগুড়া জেলা যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম ডাবলু, পৌর মেয়র মতিউর রহমান মতি, বগুড়ার জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আনছার আলী মাস্টার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেক দুলু, আওয়ামীলীগের সহ-সভাপতি আজাহার আলী মন্ডল, কর্ণিবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি তুহিন মন্ডল, সাধারণ সম্পাদক উজ্জল শিপন।
প্রধান বক্তা ছিলেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আশিক আহম্মেদ। আমন্ত্রণ ও ব্যবস্থাপনায় ছিলেন, কর্ণিবাড়ী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ। বিকেলে মো: মাকসুদুর রহমান শাহ্ আলমকে সভাপতি ও আবুল কালাম আজাদকে সাধারণ সম্পাদক করে কর্ণিবাড়ী ইউনিয়ন যুবলীগের ৩ বছরের জন্য কমিটি ঘোষণা করা হয়। সম্মেলনে সবুজ ও কালাম আজাদ ১টি প্যালেন দিলেও সম্মেলণে তা জয়লাভ হয়নি। পরে সম্মেলন বিক্ষুদ্ধ নেতা-কর্মীরা প্রায় ৪০/৫০টি চেয়ার ভাংচুর করেন।
Posted ৮:২৪ অপরাহ্ণ | শুক্রবার, ১০ ডিসেম্বর ২০২১
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD