বগুড়ার সারিয়াকান্দিতে আওলাকান্দি ই.এম উচ্চ বিদ্যালয়ের ৪তলা ভিত বিশিষ্ট প্রায় ৭৫লাখ টাকা ব্যয়ে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান একাডেমিক ১ম তলা ভবন এর শুভ উদ্বোধন করা হয়েছে। আজ ২৬মে বৃহস্পতিবার দুপুর ২টার দিকে আওলাকান্দি ই.এম উচ্চ বিদ্যালয় মাঠে অত্র বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুল হামিদ বিএসসি’র সভাপতিত্বে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয় ।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বগুড়া-১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি মমতাজুর রহমান মন্ডল, সাবেক সাংগঠনিক সম্পাদক আনছার আলী মাষ্টার, কামালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি আবু বকর সিদ্দিক, বর্তমান সভাপতি রবিউল ইসলাম আপেল, সাধারন সম্পাদক রবিউল হাসান হেলাল, উপজেলা শ্রমিক লীগের সভাপতি সাখাওয়াত হোসেন ছকো, উপজেলা কৃষক লীগের সভাপতি সাইফুল ইসলাম দুখু।
স্বাগত বক্তব্য রাখেন আওলাকান্দি ই.এম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মজিদ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী প্রধান শিক্ষক সোলায়মান। এসময় উপজেলা, ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং অত্র প্রতিষ্ঠানের সকল সহকারী শিক্ষক-শিক্ষিকা,অভিভাবক ও হাজারো ছাত্র/ছাত্রী বৃন্দ উপস্থিত ছিলেন।
Posted ১০:১৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৬ মে ২০২২
Alokito Bogura। আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD