বগুড়ার সারিয়াকান্দিতে কর্ণিবাড়ি ইউনিয়নের শোন পচা চরে স্বামী পরিত্যাক্তা এক নারী ৭দিন ধরে নিখোজ রয়েছেন। এ ঘটনায় বাবা-মা সহ স্বজনরা চিন্তিত হয়ে পড়ছেন। ওই নারী শোনপচা চরের সরকারি গুচ্ছগ্রামের বসবাস করেন।
স্থানীয়রা জানিয়েছেন, সরকারী গুচ্ছগ্রামে বসবাস করেন রহমত আলী প্রামানিকের মেয়ে শাপলা বেগম (৩৫)। শাপলা বেগম স্বামী পরিত্যাক্তা, তবে তার কোলে ১০বছরের একটি ছেলে সন্তান রয়েছে। এ অবস্থায় একই চরের রফিকুল ইসলাম শেখ (৪২) তার সাথে ৬ মাস পূর্ব থেকে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। রফিকুল ইসলামেরও ২টি সন্তান স্ত্রী রয়েছে। এ অবস্থায় রফিকুল ইসলাম শেখ শাপলা বেগমকে নিয়ে ৪মার্চ উধাও হয়।
ওই নারীর বাবা রহমত আলী বলেন, আমার মেয়েকে বিয়ের প্রলোভনে জোরপূর্বক ভুট্টা ক্ষেতে নিয়ে একাধিক বার শারীরিক সম্পর্ক করে। ৪ মার্চ সকালে বাড়িতে একই প্রলোভনে রফিকুল ইসলাম শেখ বাড়িতে ডেকে নিয়ে উধাও হয়েছে। তার মোবাইল ফোনে যোগাযোগ করেও কোন খবর পাচ্ছিনা। এখন শাপলাকে সে গুম করছে কিনা আমরা বুঝতে পারছিনা। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
এ ব্যাপারে ওসি রাজেশ কুমার চক্রবর্তী বলেন, অভিযোগ পাওয়ার পরপরেই আমরা আইনগত ব্যবস্থা গ্রহন করেছি।
Posted ১০:৩৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৯ মার্চ ২০২৩
Alokito Bogura। আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD