বগুড়ার সারিয়াকান্দিতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ২৫০টি অসহায় পরিবার পেলো ঈদ উপহার। ডু-সামথিং ফাউন্ডেশনের অর্থায়নে বগুড়া জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও কামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রাছেদুউজ্জামান রাছেলের প্রচেষ্টায় ২১এপ্রিল (বৃহস্পতিবার) দুপুরের দিকে কড়িতলা ঈদগা মাঠে ২৫০টি অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
উল্লেখ্য; কামালপুর ইউনিয়নে ২শ এবং বোহাইল ইউনিয়নে ৫০ মোট ২৫০টি পরিবারের মাঝে জনপ্রতি ২০ কেজি চাল,২কেজি ডাল,৩কেজি চিনি,১কেজি লবন,২লিটার তেল,১কেজি সুগন্ধি চাল,৪শ গ্রাম গুড়ো মরিচ,৪শ গ্রাম গুড়ো হলুদ,৪শ গ্রাম গুড়ো দুধ,২কেজি মুড়ি, ২কেজি ছোলা বুট,২প্যাকেট সেমাই, ২কেজি আটা ও ২টি করে সাবান বিতরণ করা হয়েছে। জনপ্রতি প্রায় সাড়ে ৪হাজার টাকার ঈদ উপহার সামগ্রী ডু-সামথিং ফাউন্ডেশনের অর্থায়নে বিতরণ করা হয়েছে।
ঈদ উপহার সামগ্রী বিতরণ কালে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বগুড়া জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও কামালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ রাছেদুউজ্জামান রাছেল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বোহাইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান খান। এসময় বগুড়া শহর ১১নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আখতার-উল- আলম শাহীন, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ডাঃ শাহাজুল ইসলাম বাচ্চু,কামালপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মহসিন আলম মাষ্টার,কামালপুর ইউনিয়ন ছাত্র লীগের সাধারণ সম্পাদক রিয়াদ মাহমুদ রিয়াদ, কামালপুর ইউনিয়ন ছাত্র লীগ নেতা রাকিবুল হাসান সাকিব, মাহফুজুল ইসলাম, মুন্নাফ,ফরিদুল ইসলাম ও সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
Posted ৯:২৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২১ এপ্রিল ২০২২
Alokito Bogura। আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD