মাইনুল হাসান মজনু: বগুড়ার সারিয়াকান্দিতে কুতুবপুর জিসি কড়িতলা পাকা রাস্তার বেহাল দশা।অটো ভ্যান উল্টে তিনজন গুরুতর আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে পাঠিয়েছেন স্থানীয়রা।
আজ মঙ্গলবার সকাল ১১ টার দিকে চন্দনবাইশা ডিগ্রি কলেজের সামনে মাত্র ২০ মিনিটের ব্যবধানে দু’টি অটো ভ্যান উল্টে গিয়ে মানাস নদীর পানিতে ডুবে যায়। স্থানীয়রা দৌড়ে গিয়ে নদী থেকে অটো ভ্যান ও যাত্রীদের উদ্ধার করা হয়। এতে গুরুতর আহত হয়েছেন, কামালপুর ইউনিয়নের চরপাড়া গ্রামের হোসেন মেকারের স্ত্রী আমেনা বেগম(৫২)। তার মেয়ে মুনজিলা খাতুন (২৮) ও চন্দনবাইশা ইউনিয়নের ঘুঘুমারী গ্রামের আব্দুল গফুরের ছেলে ভ্যান চালক নাটু মিয়া।
এই গুরুত্বপূর্ণ সড়ক দিয়ে উপজেলার দক্ষিণ সারিয়াকান্দির ৫টি ইউনিয়ন চন্দন বাইশা, কামালপুর, ভেলাবাড়ী, বোহাইল ও কুতুবপুর ইউনিয়নের প্রায় লক্ষাধীক নারী-পুরুষ, বিভিন্ন কোম্পানির পণ্য বহনকারী যানবাহন, সিএনজি, ইজিবাইক, অটো ভ্যান ও রিক্সা চলাচল করে। সড়কটি দির্ঘদিন মেরামত না করায় খানাখন্দ ও বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। তাই প্রতিনিয়ত ঘটছে সড়ক দর্ঘটনা।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী (এলজি ইডি) মো: তুহিন সরকার আলোকিত বগুড়া’কে জানান, কুতুবপুর থেকে কড়িতলা পর্যন্ত সড়কটি অনুমোদন হয়েছে। অল্প সময়ের মধ্যেই টেন্ডার আহ্বান করা হবে। টেন্ডার হলেই ঠিকাদার কাজ শুরু করবেন বলে জানান তিনি।
Posted ৭:১৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০২৩
Alokito Bogura || আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD