বগুড়ার সারিয়াকান্দিতে কামালপুর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কর্মি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ
শনিবার বিকেলে কামালপুর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে দড়িপাড়ায় কামালপুর ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আমিনুল ইসলাম এর সভাপতিত্বে কর্মি সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ম, আব্দুর রাজ্জাক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য মো: মেহেদী হাসান রবিন।
বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন, বগুড়া জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও কামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাছেদুউজ্জামান রাছেল, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ, সাধারণ সম্পাদক সোহান সাগর, উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক পলাশ আহমেদ, কামালপুর ইউনিয়ন ছাত্র লীগের সাধারণ সম্পাদক রিয়াদ আহমেদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, উপজেলা ছাত্র লীগের সহ-সভাপতি মাহফুজার রহমান।
কর্মি সমাবেশ শেষে হিন্দু সম্প্রদায়ের বড় ধর্মীয় উৎসব উপলক্ষে ম, আব্দুর রাজ্জাক এর নিজস্ব অর্থায়নে বিভিন্ন পুজা মণ্ডপে নগদ অর্থ প্রদান করা হয়।
Posted ৮:৪৫ অপরাহ্ণ | শনিবার, ২১ অক্টোবর ২০২৩
Alokito Bogura || Online Newspaper | MTi SHOPON MAHMUD