বগুড়ার সারিয়াকান্দিতে “দু-হাত বাড়িয়ে দুঃখ দিবো তাড়িয়ে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বপ্নছায়া ফাউন্ডেশনের ১মপ্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। আজ ৩১শে জুলাই (রবিবার) দুপুর ২টার দিকে হরিণা স্বপ্নছায়া ফাউন্ডেশনের আয়োজনে হরিণা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে স্কুলের ছাত্র ছাত্রীদের অংশ গ্রহণে- ক্রিড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং ফুলবাড়ী ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত জনপ্রতিনিধিদের সংবর্ধনা প্রদান করা হয়।
পরে হরিণা স্বপ্নছায়া ফাউন্ডেশনের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উদ্বোধনী বক্তব্য রাখেন, ফুলবাড়ী ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য ও হরিণা স্বপ্নছায়া ফাউন্ডেশনের উপদেষ্টা মন্ডলীর সদস্য মোঃ ফিরোজ আহমেদ ছামছুল।
এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ফুলবাড়ী ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ জাহাবুল ইসলাম পিস্তল, ইউপি সদস্য বেলাল হোসেন, শহিদুল ইসলাম, ফজলুল করিম, রুহুল আমিন, মকবুল হোসেন, ফজলুর রহমান রুমন, এমদাদুল হক, সংরক্ষিত নারী সদস্য মোছাঃ শাহিনুর বেগম, আয়ত্ত সিয়া বেগম ও স্বপ্না বেগম সহ আরো অনেকেই। আলোচনা সভা শেষে তিনটি প্রাথমিক বিদ্যালয়, তিনটি মাদ্রাসা,দশটি জামে মসজিদ এর মাঝে স্বপ্নছায়া ফাউন্ডেশনের পক্ষ থেকে ফলজ ও বনজ চারাগাছ বিতরণ করা হয়। এসময় এলাকার হাজারো নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
Posted ৯:৩৩ অপরাহ্ণ | রবিবার, ৩১ জুলাই ২০২২
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD