বগুড়ার সারিয়াকান্দিতে এই প্রথম যমুনার ওপাড়ে চরাঞ্চলে বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। গতকাল রোববার সকালে সরবরাহ কাজের উদ্বোধন করা হয়। ১১ কেভি সাব মেরিন কেবলের মাধ্যমে প্রথমে সদর ইউনিয়নের শালুকা, চরবটিয়া ও কাজলা ইউনিয়নের ময়ূয়ের চর এবং কুড়িপাড়া চরের বাসিন্দারের মাঝে বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। প্রায় সাড়ে ৪ কিলোমিটার সাবমেরিন ক্যাবল বসিয়ে এই বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। এই সরবরাহ কাজে ব্যয় হয়েছে প্রায় ৪ কোটি টাকা।
প্রথম দিন ওই সব চরের ১০৮টি পরিবারকে বিদ্যুৎ দেওয়া হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার মো: রাসেল মিয়া। প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ সাহাদারা মান্নান।
প্রধান অতিথির বক্তব্যে সাহাদারা মান্নান বলেন, চরের মানুষ কোনদিন ভাবেনি, চরে বিদ্যুৎ এর আলোতে ঝলমল করবে। চরের মানুষ বিদ্যুৎ এর সকল সুবিধা ভোগ করবেন। এটি তাদের কাছে স্বপ্ন থাকলেও প্রয়াত এমপি আব্দুল মান্নানের কারনে তা সম্ভব হয়েছে। বর্তমান সরকার চরের মানুষ যাতে শহরের সুবিধা ভোগ করতে পরে সে লক্ষ্যে নিরলসভাবে কাজ করছেন।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, পল্লী বিদ্যুতের তত্বাবধায়ক প্রকৌশলী মাহাবুবুল হোসেন, জেনারেল ম্যানেজার মো: আব্দুল কুদ্দুস, নির্বাহী প্রকৌশলী শাহাবুদ্দিন আহম্মেদ, ডেপুটি জেনারেল ম্যানেজার অসিত কুমার শিকদার, স্থানীয় রফিকুল ইসলাম, শহিদুল ইসলাম বক্তব্য রাখেন। এর পরে বিদ্যুতের আলো জ্বালিয়ে শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।
Posted ৮:২৯ অপরাহ্ণ | রবিবার, ১০ অক্টোবর ২০২১
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD