বগুড়া-১ (সারিয়াকান্দি- সোনাতলা) আসনের সাংসদ সাহাদারা মান্নান গত শুক্রবার রাতে স্থানীয় ও জাতীয় পত্রিকায় কর্মরত সাংবাদিকদের সংগে এক মতবিনিময় সভায় মিলিত হন। উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় সাংসদ সাহাদারা মান্নান সাংবাদিকদের বলেন, আগামী ১২ই আগষ্ট সারিয়াকান্দি-মাদারগঞ্জ ও মথুরাপাড়া যমুনা নদীর নৌপথে ফেরী সার্ভিস উদ্বোধন হবে। এটি উদ্বোধনের মধ্য দিয়ে আব্দুল মান্নানের আরেকটি স্বপ্ন বাস্তবায়িত হবে। ফেরীর নাম আব্দুল মান্নান রাখার কথা বলা হলেও আমি বলেছি ফেরীঘাটের নাম আব্দুল মান্নান রাখা হোক। নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এই রুটে ফেরি সার্ভিস চালু করবেন।
এছাড়াও তিনি বলেন, সারিয়াকান্দি-সোনাতলা উপজেলায় শতভাগ মানুষ সকল রকমের সরকারী ভাতা সুবিধা ভোগ করবেন। সারা দেশের দেড়শ টি উপজেলার মানুষ এই ভাতা সুবিধা পাবেন। আমাদের সারিয়াকান্দি-সোনাতলা উপজেলা রয়েছে। এছাড়াও সাহাদারা মান্নান প্রয়াত এমপি আব্দুল মান্নানের এ এলাকায় বিভিন্ন উল্লেখযোগ্য কর্মকান্ড সাংবাদিকদের সামনে তুলে ধরেন।
তিনি আরও বলেন, আব্দুল মান্নান বেঁচে থাকলে সারিয়াকান্দি-সোনাতলাকে সারাদেশের মধ্য মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চেয়েছিলেন।
মতবিনিময় সভাটি উপস্থাপনা করেন দৈনিক আমাদের সময় প্রতিনিধি মুনজু মিয়া। এসময় সাংসদ পুত্র সাখাওয়াত হোসেন সজল, মেয়র মতিউর রহমান মতি, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মমতাজুর রহমান, উপজেলা যুবলীগের সহ সভাপতি শাহাদত হোসেন, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আব্দুস ছালাম, উপজেলা কৃষকলীগ সভাপতি সাইফুল ইসলাম দুখু, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দুলাল । মত বিনিময় সভায় বক্তব্য রাখেন, সাংবাদিক খায়রুল আলম, রফিকুল ইসলাম, আমিনুল ইসলাম হিরু। পরে সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন।
Posted ৯:২৫ অপরাহ্ণ | শনিবার, ০৭ আগস্ট ২০২১
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD