বৃহস্পতিবার ৩০শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

সারিয়াকান্দিতে সহকারী প্রধান শিক্ষককে মারপিটের অভিযোগে এক বখাটে যুবক আটক

সারিয়াকান্দি (বগুড়া)প্রতিনিধি   বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩
120 বার পঠিত
সারিয়াকান্দিতে সহকারী প্রধান শিক্ষককে মারপিটের অভিযোগে এক বখাটে যুবক আটক

বগুড়ার সারিয়াকান্দির ফুলবাড়ি গমীর উদ্দিন বহুমুখী স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক কে মারপিটের অভিযোগে শিক্ষার্থী কর্তৃক বখাটেদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল। বখাটে যুবককে আটক করেছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে ফুলবাড়ি গমীর উদ্দিন বহুমুখী স্কুল এন্ড কলেজে চত্বরে। আটককৃত যুবক হাটফুলবাড়ী গ্রামের সোলায়মান আলীর ছেলে শাহ আলম (২৫)।


প্রত্যক্ষদর্শী শিক্ষক ও শিক্ষার্থীরা জানান, আটককৃত যুবক শাহ আলম সহ কয়েক জন যুবক কিছুদিন যাবৎ বিদ্যালয়ের ভিতরে প্রবেশ করে শিক্ষার পরিবেশ নষ্ট সহ শিক্ষার্থীদের সাথে অসৌজন্য মূলক আচরণ করে আসছে। বুধবার দুপুরে ১২জন বখাটে যুবক বিদ্যালয়ে পাঠদান করার সময় মাঠের মধ্যে প্রবেশ করে ও হৈ চৈ করতে থাকে। এ সময় সহকারী প্রধান শিক্ষক কামরুল হাসান ওই বখাটে যুবকদের বিদ্যালয় মাঠ থেকে সরে যাওয়ার জন্য বলেন। এসময় বখাটে যুবকরা ওই শিক্ষকের সাথে বাক বিতন্ডতায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে বখাটে যুবকরা ওই শিক্ষককে  এলোপাথারী ভাবে মারপিট করে আহত করে। একপর্যায়ে বিদ্যালয়ের শিক্ষকরা  ধাওয়া  করে শাহ আলম (২৫) নামে  এক বখাটেকে আটক করে থানা পুলিশের কাছে সোপর্দ্দ করে। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষক সারিয়াকন্দি থানায় ১১/১২জনের বিরুদ্ধে অভিযোগ করেছেন।

ভুক্তভোগী শিক্ষক কামরুল হাসান বলেন, কিছু বখাটে যুবক বিদ্যালয় চলাকালীন সময়ে মাঠের ভিতরে প্রবেশ করে শিক্ষার পরিবেশ নষ্ট করে আসছে। তাদেরকে নিষেধ করায় তারা আমাকে মারপিট করে আহত করেছে।


অত্র বিদ্যালয়েল সভাপতি মমতাজুর রহমান বলেন, শিক্ষককে মারপিটের ঘটনার বিষয়টি শুনেছি। তবে বখাটের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে।

এ ব্যাপারে সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার বলেন, শিক্ষকে মারপিটের ঘটনায় থানায় অভিযোগ নেওয়া হয়েছে। অভিযোগটি তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


 

 

 

Facebook Comments Box

Posted ৬:৫৩ অপরাহ্ণ | বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩

Alokito Bogura || Online Newspaper |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

প্রতিষ্ঠাতা ও প্রকাশক:

এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা সম্পাদক: এম.এ রাশেদ

সহ-বার্তা সম্পাদক: মোঃ সাজু মিয়া

অস্থায়ী অফিস:

তালুকদার শপিং সেন্টার (৩য় তলা),

নবাববাড়ি রোড, বগুড়া-৫৮০০।

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন যোগাযোগ:

+৮৮ ০১৭ ৫০ ৯১ ১৮ ৪৫

ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!