সারিয়াকান্দিতে সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধনে প্রধান অতিথির বক্তব্য রাখছেন কথা সাহিত্যিক কালের কন্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন।
মাইনুল হাসান মজনু: বগুড়া সারিয়াকান্দিতে শুভসংঘ সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে উপজেলার সদর ইউনিয়নের পারতিত পরল গ্রামে প্রশিক্ষণ কেন্দ্রেটির উদ্বোধন করেন কথাসাহিত্যিক কালের কন্ঠ পত্রিকার প্রধান সম্পাদক ইমদাদুল হক মিলন।
উদ্বোধনী অনুষ্ঠানে সারিয়াকান্দি উপজেলা শুভ সংঘের সভাপতি সুজিত সাগরের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সারিয়াকান্দি পৌরসভার মেয়র মতিউর রহমান মতি, কালের কন্ঠ শুভসংঘের কেন্দ্রীয় সভাপতি জাকারিয়া জামান, সহ সভাপতি লিমন বাসার, সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজেশ কুমার চক্রবর্তী, বগুড়া প্রেস ক্লাবের সহ সভাপতি আব্দুস সালাম বাবু, বাংলাদেশ প্রতিদিন বগুড়া জেলার সিনিয়র রিপোর্টার আব্দুর রহমান টুলু, কালের কন্ঠ বগুড়া জেলা প্রতিনিধি জে এম রউফ, সদর ইউপির চেয়ারম্যান আব্দুল কাফি মন্ডল, শুভসংঘ উপজেলা শাখার উপদেষ্টা আমিনুল ইসলাম হিরু, সাধারণ সম্পাদক এস এম সুলতানুজ্জামান সাজু প্রমুখ।
উদ্বোধন শেষে গ্রামীণ অবহেলিত ১০ জন প্রশিক্ষনার্থীর মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করেন বসুন্ধরা গ্রুপ।
Posted ৭:৪৪ অপরাহ্ণ | সোমবার, ২৯ মে ২০২৩
Alokito Bogura || আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD