কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পদযাত্রার নামে বিএনপি জামায়াতের সন্ত্রাস, সহিংস রাজনীতি, প্রকাশ্যে অস্ত্রের মহড়া জনগণ ও পুলিশের ওপর হামলার প্রতিবাদে বগুড়া সারিয়াকান্দিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষ্যে রবিবার বিকাল একটি বিক্ষোভ মিছিল উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করেছে। পরে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা যুবলীগের আয়োজনে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী তরফদার।
ছাত্রনেতা গোলাম রব্বানীর সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুস সালাম, সাধারণ সম্পাদক আশিক আহম্মেদ, সহ সভাপতি মাহবুবুর রহমান রুবেল, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দুলাল প্রমুখ।
Posted ৮:৩২ অপরাহ্ণ | রবিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৩
Alokito Bogura || Online Newspaper | MTi SHOPON MAHMUD