বগুড়ার সারিয়াকান্দিতে সম্প্রতি যমুনা নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মানবিক সহায়তা দিলো ব্র্যাক।
আজ ১৯ সেপ্টেম্বর রোজ মঙ্গলবার দুপুরে উপজেলার কামালপুর ইউনিয়নের ইছামারা গ্রামে যমুনা নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ২৫০টি পরিবারে ব্র্যাক এনজিও কর্তৃক মানবিক সহায়তা প্রদান করা হয়।
মানবিক সহায়তা বিতরণ উপলক্ষে কামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাছেদুউজ্জামান রাছেলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ব্র্যাকের বগুড়া জেলা সমন্বয়ক বাবলী সুরাইয়া।
ব্র্যাকের মানবিক সহায়তা বক্সে ছিল, স্টিলের প্লেট ৪টি,খুন্তি ১টি,চামচ ২টি,পানির গ্যালন ১টি,কড়াই ১টি,পানির গ্লাস ৩টি,মগ ১টি,বালতি ১টি,পাতিল ১টি,স্টিলের পাত্র ১টি, স্টিলের বাটি ২টি করে প্রদান করা হয়।
এ-সময় ব্র্যাকের সিনিয়র অফিসার তাসলিমা খাতুন, রেদুয়ানুজ্জামান চৌধুরী, সানজিদা মোস্তফা, হায়দার আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
Posted ৭:৩৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩
Alokito Bogura || আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD