বগুড়ার সারিয়াকান্দিতে জাতীয় মৎস্য সপ্তাহ-২২ নিয়ে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার সকাল ১১টা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে মৎস্য সপ্তাহ নিয়ে বিভিন্ন তথ্য প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রেজাউল করিম।
এ ছাড়াও সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো: গোলাম মোর্শেদ। এ সময় তিনি মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে ৭দিনের বিভিন্ন কর্মসূচীর কথা সাংবাদিকদের সামনে তুলে ধরেন। সারিয়াকান্দিতে মৎস্য সম্পদের অপার সম্ভাবনাকে কাজে লাগিয়ে বেকার সমস্যা সমাধান ও মৎস্য চাষকে সমৃদ্ধশালী করতে সকলের প্রচেষ্টাকে কাজে লাগানোর আহŸান জানান।
Posted ৮:২৭ অপরাহ্ণ | শনিবার, ২৩ জুলাই ২০২২
Alokito Bogura। আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD