সারিয়াকান্দি পৌরসভা নির্বাচনে প্রচারণায় সরব হয়ে ওঠেছে। এরই মধ্যে মেয়র, কাউন্সিলর ও মহিলা কাউন্সিলর প্রার্থীরা কনকনে শীত উপেক্ষা করে মধ্যরাত পর্যন্ত ভোটারদের বাড়ি-বাড়ি ছুটছেন। ভোট চাওয়ার পাশাপাশি ভোটারদের কাছ থেকে আর্শিবাদ চেয়ে নিচ্ছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, আগামী ১৬ই জানুয়ারী এ পৌরসভায় মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা আসনে ভোট গ্রহণের কথা রয়েছে। এজন্য ৪ জন মেয়র, ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৩১ জন ও ৩টি সংরক্ষিত মহিলা আসনে ১১ জন মহিলা প্রার্থী প্রতিদ্বদ্বিতা করার জন্য গত বুধবার মার্কা বরাদ্দ পেয়েছেন। মার্কা পাওয়ার পর থেকেই প্রার্থীরা তাদের প্রচার প্রচারণায় মেতে উঠেছেন। মেয়র প্রার্থীরা পৌরসভার ৯টি ওয়ার্ডের সবখানেই ছুটে চলেছেন দিন-রাত। তারা ভোট চাওয়ার পাশাপাশি মন জয়ের জন্য বিভিন্ন রকমের গানের সুরে দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রচারণা চালাচ্ছেন। একই ভাবে প্রচারণায় নেমেছেন। কাউন্সিলর ও মহিলা কাউন্সিলররা। মাইকের শব্দে কান ঝালাফালা করে তুলছে প্রার্থীদের প্রচারণায়। .
আওয়ামীলীগ দলীয় মেয়র প্রার্থী মতিউর রহমান মতি প্রয়াত এমপি আব্দুল মান্নানের স্বপ্নের পৌরসভা গড়বেন বলে ওয়াদা করে প্রচারণা চালাচ্ছেন। আওয়ামীলীগ দলীয় মেয়র প্রার্থী মতিউর রহমান মতি (নৌকা) বলেন, তিনি প্রচারণার কাজে ব্যাপক সহযোগিতা পাচ্ছেন আওয়ামীলীগের নেতাকর্মীদের। যেকোন মূলে বিজয় নিশ্চিত করার জন্য ভোটারদের মন জয় করে যাচ্ছেন। তিনি ভোটারদেরও ব্যাপক সমর্থন পাচ্ছেন বলে উল্লেখ করেন। সব মিলিয়ে জয়ের ব্যাপারে তিনি শত ভাগ আশাবাদ ব্যক্ত করেছেন।
অপর দিকে বিএনপি দলীয় প্রার্থী ছাবিনা ইয়াসমিন বেবি (ধানের শীষ) প্রতীক পাওয়ার পর না খাওয়া ছেড়ে প্রচারণায় নেমেছেন। গতকাল শনিবার সন্ধ্যায় সারিয়াকান্দি ২নং ওয়ার্ডের হোন্দাই পাড়ায় তিনি তার প্রচারণা চালান। তার সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ভোট যদি সুষ্ট হয় সারিয়াকান্দি পৌরসভায় প্রথম মহিলা মেয়র নির্বাচিত হবেন। এছাড়াও আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী ও বর্তমান মেয়র আলমগীর শাহী সুমন (নারকেল গাছ) প্রচার প্রবাগান্ডায় বাধার সম্মুখীন হচ্ছেন বলে অভিযোগ করা হয়েছে।
এব্যাপারে নির্বাচন অফিসার ও সহকারী রির্টানিং কর্মকর্তা সাখাওয়াত হোসেন জানান, তার অভিযোগ উপজেলা নির্বাহী ম্যাজিষ্টেট ও থানার অফিসার ইনচার্জকে জানানো হয়েছে। তারা তদন্ত করে ব্যবস্থা নিবেন।
Posted ৪:০৫ অপরাহ্ণ | শনিবার, ০২ জানুয়ারি ২০২১
Alokito Bogura। সত্য প্রকাশই আমাদের অঙ্গীকার | MTI SHOPON MAHMUD