বগুড়ার সারিয়াকান্দিতে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে মন্দীর কমিটি ও দুস্থদের মাঝে প্রধান অতিথি হিসেবে হিন্দু কল্যান ট্রাষ্টের অনুদানের চেক বিতরণ করলেন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ম.আব্দুর রাজ্জাক।
আজ শুক্রবার আয়ামীলীগের দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা রেজাউল করিম মন্টু মন্ডলের সভাপতিত্বে উক্ত বিতরণী অনুষ্ঠানে ১০ হাজার টাকা করে ৯টি মন্দির কমিটির নিকট এবং ৫হাজার টাকা করে ৫জন দুস্থ ব্যক্তির নিকট চেক প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেক দুলু, সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রশিদ ফারাজী,সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মতিউর রহমান মতি, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ভিপি সাজেদুর রহমান শাহিন, সাধারণ সম্পাদক জুলফিকার রহমান শান্ত, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নাইমুর রাজ্জাক তিতাস, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও কামালপুর ইউপি চেয়ারম্যান রাছেদুউজ্জামান রাসেল, উপজেলা যুবলীগের সভাপতি আইয়ুব আলী তরফদার, সাবেক সাধারণ সম্পাদক ইউনুছ আলী, উপজেলা ছাত্রলীগের সভাপতি সোহান সাগর, সাবেক সভাপতি মিজানুর রহমান মিজান প্রমুখ। এসময় বিভিন্ন স্তরের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
Posted ৭:৫১ অপরাহ্ণ | শুক্রবার, ২০ মে ২০২২
Alokito Bogura || আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD