মাইনুল হাসান, সিনিয়র স্টাফ রিপোর্টার: বগুড়ার সারিয়াকান্দিতে ভিডব্লিউবি চক্রের উপকার ভোগীদের মাঝে কার্ড ও চাল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ ২০ ফেব্রুয়ারী (সোমবার) সকালে উপজেলার কুতুবপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে পরিষদ চত্বরে
ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম সুজনের সভাপতিত্বে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বগুড়া-১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লায়লা পারভীন নাহার। বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান মিঠু, সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম নয়ন প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন। সুধী সমাবেশ শেষে কুতুবপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডে দুই বছর মেয়াদি ২৫৭টি হতদরিদ্র পরিবারের মহিলাদের মাঝে কার্ড ও ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়।
Posted ৭:৫৭ অপরাহ্ণ | সোমবার, ২০ ফেব্রুয়ারি ২০২৩
Alokito Bogura || আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD