বগুড়ার সারিয়াকান্দিতে ব্লাড ডোনেট ফাউন্ডেশন কর্তৃক আজ বৃহস্পতিবার সকালে জাতীয় স্বেচ্ছায় রক্ত দিবস উপলক্ষে র্যালির আয়োজন করা হয়েছে।
র্যালিটি সারিয়াকান্দি ডিগ্রি কলেজ মাঠ থেকে শুরু হয়ে পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালি কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন, থানা অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী। ব্লাড ডোনেট ফাউন্ডেশনের সভাপতি নুরুল ইসলাম অন্তু সহ ২ শতাধিক সদস্য অংশ নেন।
এরপর ফুলবাড়ি পুরাতন বাসস্ট্যান্ডে রক্ত দান কর্মসুচির উদ্বোধন করা হয়। এছাড়াও বিনা মুল্যে রক্তের গ্রুপ নির্ণয় করে দেওয়া ও বিনামুল্য গরীব অসহায়দের চিকিৎসা দেওয়া হয়। এসময় স্হানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Posted ১:২৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০২ নভেম্বর ২০২৩
Alokito Bogura || Online Newspaper | MTi SHOPON MAHMUD