বগুড়ার সারিয়াকান্দিতে ধান-চাল ব্যাবসায়ীকে মারপিট, টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যাবসায়ী বাদি হয়ে ৩জনের নাম উল্লেখ করে আরও ৫/৭ জন অজ্ঞাত ব্যক্তির নামে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সুত্রে জানা যায়, ২৭ নভেম্বর (রবিবার) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে চন্দনবাইশা ইউনিয়নের ঘুঘুমারী দক্ষিণ পাড়া গ্রামের মৃত নবাব আলী আকন্দের ছেলে ধানচাল ব্যাবসায়ী মোঃ কামাল আকন্দ ব্যাবসার কাজ শেষে মোটরসাইকেল যোগে তার নিজ বাড়ীতে ফিরছিলেন। ঘুঘুমারী তিনমাথা মোড় বাবলুর বাড়ীর পাশে আসলে ৫/৭ জনের সংঘবদ্ধ দুষ্কৃতকারীরা তার পথরোধ করে অতর্কিত ভাবে হামলা চালিয়ে মারপিট করে। এলোপাতাড়ি মারপিটে ব্যবসায়ী কামাল আকন্দ মাটিতে লুটিয়ে পড়লে তার পকেট থেকে নগদ এক লাখ পাঁচ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায় দুষ্কৃতকারীরা। এ সময় কামাল আকন্দ এর ডাক চিৎকারে প্রতিবেশি বাদশা প্রামানিক, মোছাঃ মর্জিনা বেগম সহ আরও কয়েকজন তাকে উদ্ধার করে স্থানীয় ভাবে প্রাথমিক চিকিৎসা করানো হয়।
আজ ২৮ নভেম্বর ভুক্তভোগী কামাল আকন্দ বাদি হয়ে একই এলাকার মৃত জাহা বক্স এর ছেলে মোঃ ফটিক আকন্দ (৫০) ও তার দুই ছেলে রাশেদ (২৩), রানা (২০) এর নাম উল্লেখ করে আরও অজ্ঞাত নামা ৫/৭ জনের নামে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন থানা পুলিশ।
এ বিষয়ে অভিযুক্ত ফটিক আকন্দ ও তার দুই ছেলে রাশেদ ও রানার বক্তব্য নিতে গেলে বাড়ীতে তাদের কাউকে পাওয়া যায়নি।
এ বিষয়ে অভিযোগের তদন্তকারী কর্মকর্তা সারিয়াকান্দি থানার পুলিশ উপ-পরিদর্শক এসআই মোঃ নজরুল ইসলাম আলোকিত বগুড়া’কে বলেন, সঠিক তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
Posted ৯:৫৭ অপরাহ্ণ | সোমবার, ২৮ নভেম্বর ২০২২
Alokito Bogura || আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD