বগুড়ার সারিয়াকান্দিতে একরাতে পৃথক দুটি স্থান থেকে ৪টি গরু চুরির ঘটনা ঘটেছে। শনিবার (১৮ জুন ২০২২ইং) তারিখে দিবাগত রাতে উপজেলার কুতুপুর ইউনিয়নের শোলারতাইড় ও ভেলাবাড়ী ইউনিয়নের সোনাপুর এলাকা থেকে গরু চারটি চুরি হয়।
ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাতে সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশ্বের বাড়ীর রব্বানী আকন্দ (কসাই) এর মেজো ভাই ডাবলু আকন্দ প্রতিদিনের ন্যায় গোয়ালে গরু রেখে শয়েন কক্ষে ঘুমায়। রোববার ভোরে গোয়াল থেকে গরু বেড় করতে গিয়ে গোয়াল ঘরের দরজা খোলা দেখতে পায় এবং গোয়ালে রাখা দুটি গাভী গরু নেই। আশপাশে অনেক খোঁজাখোঁজি করে কোন সন্ধান না পাওয়া যায়নি।
গরু চুরির বিষয়টি নিশ্চিত করেন ভেলাবাড়ী ইউনিয়নে ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মহিদুল হাসান।
অপরদিকে কুতুপুর ইউনিয়নের শোলারতাইড় মাজারের পাশে আব্দুল ছামাদ প্রামানিক এর বাড়ি থেকে গাভী ও বাছুর সহ দুটি গরু চুরি হয়েছে। প্রতিনিয়ত চোরকান্ডে এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্গ বিরাজ করছে।
এলাকাবাসী দাবি করছেন এলাকায় মাদক সেবী বৃদ্ধি পাওয়ায় চুরির প্রবণতা বৃদ্ধি পেয়েছে। এজন্য এলাকায় পুলিশ টহল বৃদ্ধির জন্য দাবি করেছেন এলাকাবাসী।
Posted ১১:১৬ অপরাহ্ণ | রবিবার, ১৯ জুন ২০২২
Alokito Bogura। আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD